Judiciary: Bangladesh Skip to main content
 

আমাদের কথা

খুলনা বাংলাদেশের দক্ষিণে অবস্থিত তৃতীয় বৃহত্তম বিভাগীয় শহর। ২৮-১০-১৯৮৫ ইং তারিখে খুলনা শহরকে মেট্রোপলিটন এলাকা বা মহাগর হিসাবে ঘোষনা করা হয় এবং খুলনা মেট্রোপলিটন পুলিশেরও যাত্রা শুরু হয়। যার ফলে খুলনা শহরে মানুষের ব্যবসা-বানিজ্য, আবাসন প্রভৃতিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। একই সাথে অপরাধের পরিমানও বাড়তে থাকে।

তৎকালীন সরকার খুলনা মহানগরী এলাকায় ফৌজদারি ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ১৯৮৬ সালের জুলাই মাসে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসী সৃষ্টি করে। বিচার বিভাগ পৃথকীকরনের পূর্বে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পদ ০১টি এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পদ ৪টি ছিলো। শুরু থেকে যা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিন কিন্তু চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রিভিশনাল আপিলেট কর্তৃপক্ষ হিসেবে জেলা দায়রা জজ, খুলনা থাকেন।

২০০৭ সালে বিচার বিভাগ পৃথককরণ পরবর্তীতে তা আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপর ন্যস্থ করা হয় এবং সংশ্লিষ্ট পদ সমূহে বিচার বিভাগীয় কর্মকর্তাদের পদায়ন করা শুরু হয়। বিচার বিভাগ পৃথকীকরণ পরবর্তীতে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পদ ০১টি সৃজন করা হয় এবং একই সাথে প্রশাসনিক কর্মকর্তার পদও সৃজিত হয়। বর্তমানে খুলনা মেট্রোপলিটন পুলিশের আটটি থানা যথা- সদর, সোনাডাঙ্গা, খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী, হরিণটানা, লবনচরা এবং আড়ংঘাটা। এই আটটি থানা একটি জি আর পি থানা সহ মোট নয়টি থানার ফৌজদারী অপরাধসমূহের বিচারিক কার্যক্রম অত্র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসী কর্তৃক পরিচালিত হচ্ছে।

২০১৩ সালে অত্র চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতসমূহের রিভিশনাল আপিলেট অথরিটি হিসেবে মহানগর দায়রা জজ আদালতের কাযক্রম চালু করা হয়। মহানগর দায়রা জজ আদালত টি সতন্ত্র আদালত নিয়ে গঠিত হয়েছে। মহানগর দায়রা জজ পদে জন, অতিরিক্ত মহানগর দায়রা জজ পদে জন এবং যুগ্ম মহানগর দায়রা জজ পদে জন বিচার বিভাগীয় কর্মকর্তা কর্মরত আছেন।

মহানগর দায়রা জজ আদালত, খুলনা এবং চীফ মেট্র্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, খুলনা এর নিজেস্ব কোন ভবন নাই। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন জেলা দায়রা জজ আদালতের পুরাতন ভবনে মহানগর দায়রা জজ  আদালতের কাযক্রম এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় স্বল্প পরিসরে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত খুলনা এর বিচার প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।